নয়াদিল্লি, ৬ অক্টোবর : বাংলাদেশে “মুক্ত, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক” নির্বাচন যত দ্রুত সম্ভব অনুষ্ঠিত হোক, চাইছে ভারত। এমনই মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি।
সোমবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে (এমইএ) বাংলাদেশ কূটনৈতিক সংবাদদাতা সমিতির (ডিক্যাব) ২৩ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের সময় তিনি এ কথা বলেন।
মিস্রি বলেন, ভারতের পক্ষ থেকে নির্বাচনের ফলাফলের পর ঢাকায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে নয়াদিল্লি।
বৈঠকে এমইএ মুখপাত্র রণধীর জয়সওয়াল, বাংলাদেশ ও মিয়ানমারবিষয়ক যুগ্ম সচিব বি. শ্যাম, ডিক্যাব সভাপতি একেএম মঈনুদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান মামুন উপস্থিত ছিলেন।
প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং এর প্রভাব নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, “এটি একটি বিচারিক ও আইনি প্রক্রিয়া। এ বিষয়ে দুই সরকারের মধ্যে সংলাপ ও পরামর্শ প্রয়োজন।”
তিনি আরও বলেন, “আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি এবং বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী।”
মিস্রি জোর দিয়ে বলেন, “আমাদের সম্পর্কে এমন ধারণা রাখা উচিত নয় যে, ভারতের কোনো পক্ষপাত রয়েছে বা আমরা কেবল একদল মানুষের সঙ্গে কাজ করছি এবং অন্যদের উপেক্ষা করছি।”
প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে সীমান্ত সমস্যা, পানি বণ্টন, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। মিস্রি স্বীকার করেন যে, “যেকোনো সম্পর্কেই কিছু স্বাভাবিক সমস্যা থাকে।”