
প্রতিদিন ত্রিপুরা: পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ আগরতলা শহর ও আশপাশের এলাকা পরিদর্শন করেন। সম্প্রতি প্রবল বর্ষণে প্লাবিত হওয়া এলাকাগুলিতে গিয়ে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন ও তাঁদের খোঁজখবর নেন। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণ তুলে দেন তিনি। সাংসদ জানান, রাজ্য ও কেন্দ্র সরকারের তরফ থেকে দ্রুত সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে বন্যা মোকাবিলায় যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।