
আগরতলা: রঙ, আবেগ, ঐক্য ও দেশপ্রেমের মেলবন্ধনে ৯ আগস্ট ২০২৫-এ এক অনন্য দৃশ্যের সাক্ষী রইল আগরতলা। শহরের বুকে ২১ সেক্টর আসাম রাইফেলস ও আগরতলা সাইক্লোহলিক্স ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হল এক বিশেষ রাখি উৎসব।
সকাল থেকেই আগরতলার বিভিন্ন প্রান্ত থেকে মহিলা ও পুরুষ সাইক্লিস্টরা রঙিন সাইকেল র্যালিতে অংশ নেন। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে তারা পৌঁছান আসাম রাইফেলস ময়দানে। এই র্যালি শুধু ক্রীড়ার আনন্দ নয়, বরং ছিল সৈনিকদের প্রতি অগাধ শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও সংহতির প্রতীক।
ক্যাম্পাসে পৌঁছে সাইক্লিস্টরা আসাম রাইফেলসের সাহসী জওয়ানদের হাতে রাখি বাঁধেন। রাখির সুতোয় গাঁথা ছিল সুরক্ষার প্রতিশ্রুতি, আন্তরিক ভালোবাসা ও সেনা-সাধারণের অটুট বন্ধন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর তীস্তা সাহা, মৌমিতা বর্মন, রিয়া দাস, প্রিয়া দাস, মুন বর্মন, অ্যানি জমাতিয়া, জয়শ্রী দেবনাথ ও গোপেশ দেবনাথ (বাইসাইকেল মেয়র, BYCS ও প্রতিষ্ঠাতা সদস্য, আগরতলা সাইক্লোহলিক্স ফাউন্ডেশন)। তাঁরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সৈনিকদের হাতে রাখি বাঁধেন এবং আবেগঘন মুহূর্তের সাক্ষী হন।
২১ সেক্টরের এডিএম কমান্ড্যান্ট শ্রী গোপা কুমার বলেন, “সেনাবাহিনী ও সাধারণ মানুষের এই সম্পৃক্ততা আমাদের জাতীয় ঐক্যের প্রতিচ্ছবি। তরুণ প্রজন্ম ও কনটেন্ট ক্রিয়েটরদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
আগরতলা সাইক্লোহলিক্স ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য বৈভব যাদব সৈনিকদের নিঃস্বার্থ সেবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
“তাঁদের ত্যাগ ও দায়িত্ববোধ আমাদের অনুপ্রাণিত করে। এই উৎসব সেই বন্ধনকেই আরও দৃঢ় করল।”
উৎসবের শেষে সবাই একসাথে সৌহার্দ্যের বার্তা নিয়ে ছবিতেও অংশ নেন। পুরো অনুষ্ঠানজুড়ে দেখা যায় মানুষের হৃদয় একত্রিত হলে পোশাক বা দায়িত্বের সীমারেখা অদৃশ্য হয়ে যায়।
এই অনন্য উদ্যোগ আবারও প্রমাণ করল— রাখির সুতো শুধু ভাই-বোনের বন্ধন নয়, বরং দেশ, সেনা ও জনগণের এক অবিচ্ছেদ্য ঐক্যের প্রতীক।