
হাঁড়ির হাল পাকিস্তানের। এমন অবস্থা পড়শি দেশের যে বন্ধুরাও আর তাকে ধার দিতে আগ্রহী নয়। দেশের অর্থনীতি নিয়ে উদ্বেগ ঝরে পড়ল পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কথায়।
শনিবার কোয়েট্টায় সশস্ত্র বাহিনীকে সম্বোধন করার সময়, প্রধানমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বন্ধুরাও আর চায় না ভিক্ষার বাটি নিয়ে পাকিস্তান তাদের দরজায় আসুক। ভিক্ষার বাটি নিয়ে আর দোরে দোরে ঘুরবে না পাকিস্তান। ফিল্ড মার্শাল মুনিরের সঙ্গে আমিই শেষ ব্যক্তি যে আমাদের কাঁধে এই কঠিন বোঝা বয়ে নিয়ে চলেছি।’
দেশের অর্থনৈতিক অবস্থা শুধরোতে পাক প্রধানমন্ত্রী দেশের জনগণকে প্রাকৃতিক সম্পদের ব্যবহারে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন। শরিফ বলেন, ‘আমাদের অবশ্যই নিজেদের দেশের প্রাকৃতিক সম্পদের পূর্ণ ব্যবহার করতে হবে এবং এই ইতিবাচক উদ্যোগের জন্য সেগুলো ব্যবহার করতে হবে।’